আমদানি-রপ্তানি দেখিয়ে দুই হাজার কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন
৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
আমদানি-রপ্তানির নামে জালিয়াতি করে এলসির বিপরীতে ঋণের প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাইসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর
দুদক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, অনুমোদিত মামলাগুলোতে মোট ৩৪ আসামির বিরুদ্ধে প্রায় ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
আত্মসাৎ করা অর্থের বিবরণ
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, জনতা ব্যাংক পিএলসি’র লোকাল অফিস থেকে এলসি খোলার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়। এর মধ্যে—
পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড: ৫ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭২.২৫ মার্কিন ডলার
প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড: ১ কোটি ৮৮ লাখ ৩ হাজার ৬৫৮.৯১ ডলার
কাঁচপুর এপারেলস লিমিটেড: ৮ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৫৪৭.৪৫ ডলার
স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড: ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার
ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৪ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪৮২.৪৬ ডলার
সব মিলিয়ে আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা।
আসামিদের তালিকা
প্রধান আসামি হিসেবে আছেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ভাই এ.এস.এফ. রহমান। এছাড়া তাদের দুই পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান, এবং প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ আরও কয়েকজন কর্মকর্তা আসামি হয়েছেন।
জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদ, আব্দুল জব্বার, এবং একাধিক সাবেক ও বর্তমান মহাব্যবস্থাপক, ডিজিএম, এজিএম ও অফিসারকেও অভিযুক্ত করা হয়েছে।
মামলা অনুমোদনের আইনগত ভিত্তি
মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুসারে।
দুদক জানিয়েছে, তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে এসব মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় দেশের ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১৫ ডিসেম্বর) ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনে নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন
বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গেই অর্থ জমার বাধ্যবাধকতা আরোপ করেছে। সোমবার (২৪ নভেম্বর) পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস
আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি আপাতত বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ক্ষুদ্র শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সরকার চাইলে ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর)
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শনিবারও নির্ধারিত ব্যাংক শাখাগুলো খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়, যা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের