রেমিট্যান্স বাড়ায় ডলারের উদ্বৃত্ত, ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
১৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় দেশের ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১৫ ডিসেম্বর) ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনে নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ ডলার ক্রয় করে। এতে প্রতি ডলারের বিনিময়
হার ছিল ১২২ টাকা ২৯ পয়সা ও ১২২ টাকা ৩০ পয়সা। এর ফলে চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮০৪ মিলিয়ন বা প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বর সময়ে দেশে এসেছে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ।
এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৩৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, হুন্ডি দমনে সরকারের উদ্যোগ, প্রবাসী আয়ে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেল সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিও তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গেই অর্থ জমার বাধ্যবাধকতা আরোপ করেছে। সোমবার (২৪ নভেম্বর) পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস
আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি আপাতত বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ক্ষুদ্র শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সরকার চাইলে ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর)
আমদানি-রপ্তানির নামে জালিয়াতি করে এলসির বিপরীতে ঋণের প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাইসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শনিবারও নির্ধারিত ব্যাংক শাখাগুলো খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়, যা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের