জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি
৫ অক্টোবর ২০২৫
জাপান প্রতিনিধি
জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের নতুন দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করেছে সানায়ে তাকাইচিকে। এর মাধ্যমে জাপানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
শনিবার অনুষ্ঠিত দলীয় প্রধান নির্বাচনে ৬৪ বছর বয়সী তাকাইচি জয়ী হন তাঁর প্রতিদ্বন্দ্বী শিনজিরো কোইজুমিকে পরাজিত করে। কোইজুমি মধ্যপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত এবং
তাকাইচির চেয়ে প্রায় ২০ বছরের ছোট। প্রথম দফায় নির্ধারিত ফল না আসায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়, যেখানে তাকাইচি বিজয়ী হন।
রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শের জন্য পরিচিত তাকাইচি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ মনে করেন। তিনি বলেন, “ধুঁকতে থাকা এলডিপির ভাগ্য ঘুরিয়ে দিতে আমাকে পর্বতসমান কাজ করতে হবে।”
দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর টোকিওর এলডিপি সদর দপ্তরে তাকাইচি বলেন,
“আমরা এলডিপির জন্য একটি নতুন যুগের সূচনা করেছি। এখন খুশি হওয়ার পরিবর্তে, সামনে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দলকে পুনর্গঠনের জন্য।”
দলীয় প্রধান হিসেবে তাকাইচির নির্বাচন মানেই তিনি চলতি মাসের শেষের দিকে পার্লামেন্টের আনুষ্ঠানিক অনুমোদনের পর জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে দেশ শাসন করে আসছে এলডিপি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনবিরোধী ছোট দল “সানসেইতো” এবং অন্যান্য নতুন দলগুলোর উত্থানে এলডিপির জনপ্রিয়তা কমে গেছে। তাকাইচি এখন সেই সংকট মোকাবিলার দায়িত্ব নিচ্ছেন।
তাঁর বক্তব্যে জাপানের রাজনীতিতে একটি নতুন যুগের ইঙ্গিত মিলছে—যেখানে একজন নারী নেতৃত্ব দেবেন দেশের সবচেয়ে প্রভাবশালী দলকে, এবং সম্ভবত জাপানের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিক উন্মোচন করবেন।
জাপানে গত এক বছরে ১৮ হাজারের বেশি ডিমেনশিয়ায় আক্রান্ত প্রবীণ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন। পরে তাদের প্রায় ৫০০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির পুলিশ জানায়, ২০১২ সালের পর থেকে এ ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশ্বের সবচেয়ে বয়স্ক
বাংলাদেশি শিক্ষার্থী সাদ আব্দুল্লাহ আয়ান জাপানের “সাইতামা সিটি হিউম্যান রাইটস এসেই কম্পিটিশন ২০২৫”-এ প্রথম স্থান অর্জন করে এক অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। নগরজুড়ে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের ১ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে পিছনে ফেলে সে এ সাফল্য অর্জন করে।
সাইতামা
টোকিও ০৭ নভেম্বর ২০২৫;
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ (৭ নভেম্বর ২০২৫) জাপানের নাগোয়া শহরের এক মিলনায়তনে 'বাংলাদেশ- জাপানের জন্য দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস' শীর্ষক সেমিনার এবং পরবর্তীতে একটি ম্যাচিং ইভেন্টের আয়োজন করে।
জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করার প্রাথমিক চুক্তিকে স্বাগত জানিয়েছে জাপান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সৎভাবে এই চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ইওয়া তাকেশি বলেন, “এই চুক্তি পরিস্থিতি শান্ত করার এবং দুই