কানাডা, মরক্কো, সৌদি আরব ও কাফকো থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কিনছে সরকার
১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রীয় পর্যায়ে কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতিতে সৌদি আরব ও কাফকো থেকে মোট ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা। এর মধ্যে রয়েছে ৭০ হাজার টন এমওপি সার ও ৬০ হাজার টন ইউরিয়া সার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয়ে
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৯ম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। কানাডা থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা এবং প্রতি টনের দাম ৩৫৬.২৫ মার্কিন ডলার।
এ ছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে বিএডিসির স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৩০ হাজার টন সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা, যেখানে প্রতি টনের দাম ধরা হয়েছে ৫৬৮.৬৭ মার্কিন ডলার।
অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা, প্রতি টনের দাম ৪২২.৬৬ মার্কিন ডলার।
এ ছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৬ষ্ঠ লটের ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৪৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা, প্রতি টনের দাম ৩৯০.৭৫ মার্কিন ডলার।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন মৌসুমে কৃষি উৎপাদন বজায় রাখতে পর্যাপ্ত সার মজুত নিশ্চিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া। রাজধানী ঢাকায় প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে খাবার সরবরাহের সফল পরীক্ষা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
একদিনের পরীক্ষামূলক এই কার্যক্রমে আকাশপথে দ্রুত ও নির্ভুলভাবে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়, যা দেশের
দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, খোলা সয়াবিন তেলে ৩ টাকা এবং পাম অয়েলে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, জার্মানি বাংলাদেশের সাথে চলমান অর্থনৈতিক
টানা তিন মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বাজারে সবজির দাম অস্বাভাবিকভাবে চড়া। শুধু কাঁচা পেঁপে তুলনামূলক কম দামে মিলছে—কেজিপ্রতি ৩০ টাকা। বাকি সবজির দাম প্রায় সবই ৮০ থেকে ১০০ টাকার ওপরে, আর বেগুন, গাজর, টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০–১৪০ টাকায়।
শুক্রবার