বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। মঙ্গলবার প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স–এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ তালিকায় ১০৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম, যেখানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রয়েছে উত্তর কোরিয়া। এর আগে, জুলাই মাসে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম।
হেনলি অ্যান্ড
পার্টনার্স প্রতি তিন মাস পরপর এই তালিকা প্রকাশ করে। সূচকে কোনো দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন—তার ভিত্তিতে র্যাংক নির্ধারণ করা হয়।
বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এসব দেশের মধ্যে রয়েছে—বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কম্বোডিয়া, ফিজি, মালদ্বীপ, নেপাল, সেশেলস, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ আরও কয়েকটি দেশ।
অন্যদিকে, বাংলাদেশের নিচে থাকা দেশগুলো হলো—নেপাল (১০১তম), সোমালিয়া (১০২তম), পাকিস্তান (১০৩তম), ইয়েমেন (১০৩তম), ইরাক (১০৪তম), সিরিয়া (১০৫তম) এবং আফগানিস্তান (১০৬তম)।
সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ভিসা ছাড়াই ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) এবং তৃতীয় স্থানে জাপান (১৮৯ দেশ)।
চতুর্থ স্থানে আছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন ও সুইজারল্যান্ড; আর পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস—এদের নাগরিকরা ১৮৭টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন।
সূত্র: গালফ নিউজ