ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া - জনপ্রিয়তা থেকে বিতর্কে
১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মিয়া। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের এই বাসিন্দার উত্থান যেমন বিস্ময়কর, তেমনি বর্তমানে তিনি উঠে এসেছেন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে যাত্রা শুরু করেন রিপন মিয়া।
খুব অল্প সময়ের মধ্যেই তার সহজ-সরল উপস্থাপনা এবং ঘরোয়া ভিডিওগুলো বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে তার মুখে শোনা সংলাপ — “হাই আই অ্যাম রিপন ভিডিও” এবং “আই লাভ ইউ, এটাই বাস্তব” — নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।
এই দুটি সংলাপই তাকে অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার সংখ্যা প্রায় ১.৯ মিলিয়ন (১৯ লাখ), যা বাংলাদেশের তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য এক বড় অনুপ্রেরণা।
সাংবাদিক পরিচয়ে হুমকির অভিযোগ ও বিতর্কের সূত্রপাত
সম্প্রতি এক ফেসবুক পোস্টে রিপন মিয়া দাবি করেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে গিয়ে সাক্ষাৎকার দিতে চাপ দেন। তার অভিযোগ, ইন্টারভিউ না দিলে তাকে ‘প্রাণনাশের হুমকি’ পর্যন্ত দেওয়া হয়।
এর অল্প কিছুদিন পরই বেসরকারি একটি টেলিভিশনে রিপন মিয়াকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়, যেখানে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।
মায়ের অভিযোগে নতুন বিতর্ক
প্রচারিত প্রতিবেদনে রিপন মিয়ার মায়ের অভিযোগও উঠে আসে। তিনি জানান, তার ছেলে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও লজ্জা পান।
মায়ের ভাষ্য অনুযায়ী, রিপন পুরোনো ভাঙা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন এবং তাদের ভরণপোষণও দেন না। কোটি অনুসারীর তারকা ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে।
সামাজিক মাধ্যমে অনেকেই রিপনের পাশে দাঁড়িয়ে বলছেন, হঠাৎ পাওয়া জনপ্রিয়তা তাকে চাপের মুখে ফেলেছে। অন্যদিকে, অনেকে মনে করছেন, তার জনপ্রিয়তাকে ঘিরেই তৈরি হচ্ছে নাটকীয় বিতর্ক ও প্রচারণা।
সময়ই বলে দেবে, এই আলোচনার কেন্দ্রবিন্দু থেকে রিপন মিয়া কতটা টিকে থাকতে পারেন — তারকা খ্যাতিতে, নাকি সমালোচনার ছায়ায়।
বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক ও শিল্পী তাহসান রহমান খান জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সংগীত থেকে সরে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকের উজ্জ্বল ক্যারিয়ারের পর প্রিয় ভক্তদের ভালোবাসার শিখরেই বিদায় নিতে চান তিনি।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে
ডিসি স্টুডিওসের কর্ণধার জেমস গান নিশ্চিত করেছেন, ব্লকবাস্টার হিট ‘সুপারম্যান’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে। আগের মতো ডেভিড কোহেনসওয়েট আবারও সুপারম্যানের ভূমিকায় থাকবেন।
নতুন সিনেমার নাম ‘ম্যান অফ টুমরো’ এবং এটি ২০২৭ সালের ৯ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে। জেমস গান নিজের সাবেক টুইটার
আজ (৩ সেপ্টেম্বর) জনপ্রিয় জাপানি কার্টুন চরিত্র ডোরেমন–এর জন্মদিন। ছোট–বড় সবার প্রিয় এই রোবট-বিড়াল প্রথমবারের মতো হাজির হয়েছিল জাপানি মাঙ্গা সিরিজে, ১৯৬৯ সালে। পরবর্তীতে এনিমেশন আকারে টেলিভিশনে প্রচার শুরু হলে তা শুধু জাপানেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং অল্প
মোহিত সুরির রোমান্টিক ড্রামা সাইয়ারা মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। ১৮ জুলাই মুক্তির পর এখন পর্যন্ত শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ৩২৩ কোটি রুপি, আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। দীর্ঘদিন পর একটি রোমান্টিক