সতর্কতার মধ্যেও নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু, বললেন ‘হ্যাঁ, আমি আসব’
৪ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রকাশ্য সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি নিউইয়র্ক সফরে যাবেন। মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানি ঘোষণা করেছিলেন—যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা অনুযায়ী সুযোগ পেলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন।
গাজায় মানুষের প্রতি অবরোধ আরোপ ও ক্ষুধার্ত রেখে যুদ্ধাপরাধ
সংঘটনের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ প্রসঙ্গে নিউইয়র্ক টাইমসকে বুধবার (৩ ডিসেম্বর) নেতানিয়াহু বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।”
মামদানির সঙ্গে কথা বলবেন কি না—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “যদি মামদানি তার অবস্থান পরিবর্তন করেন এবং বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে আলোচনা শুরু হতে পারে।”
ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি একাধিকবার জানিয়েছেন যে তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকারের পক্ষে।
তবে আইসিসির সদস্য নয় যুক্তরাষ্ট্র, ফলে গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা ও মামদানির এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই নেতানিয়াহুর পক্ষ নিয়ে অবস্থান নেওয়ায় বাস্তবে গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতিবছরই নিউইয়র্ক সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
সূত্র: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইউক্রেন শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় কয়েক দফা আলোচনার পর এই সংশোধন করা হয়। খসড়ার বিতর্কিত কয়েকটি প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের উদ্বেগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্যানোরমা তথ্যচিত্রে তার বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয়েছে, সে বিষয়ে তিনি বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তিনি আশা করছেন, আগামী সপ্তাহে মামলা হবে, যার পরিমাণ ১ থেকে ৫ বিলিয়ন ডলার হতে পারে।
বিবিসি গত শুক্রবার জানিয়েছে,
ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প।
শুক্রবার (১৭ অক্টোবর) আল জাজিরা জানায়, ট্রাম্প জানিয়েছেন— ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তিনি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যদি স্বেচ্ছায় অস্ত্রসমর্পণ না করে, তাহলে তাদের নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে এবং সেই পদক্ষেপ ভয়াবহ হতে পারে। তিনি এ কথা মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান।
ট্রাম্প বলেন, তিনি